Views Bangladesh Logo

সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প নেই: নূরুল কবীর

সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প নেই উল্লেখ করে সংবাদপত্র সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের সভাপতি ও ইংরেজি দৈনিক নিউ এজ–এর সম্পাদক নূরুল কবীর বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা কোনো অপরাধ নয়। এই গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে যারা কাজ করে, সেই প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্র, সরকার কিংবা পেশিশক্তির মাধ্যমে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে সংবাদকর্মীদের মধ্যে সংঘবদ্ধতা ও সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত গণমাধ্যম সম্মিলনের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মিলনটি যৌথভাবে আয়োজন করে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এবং সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ।

নূরুল কবীর বলেন, সংবাদপত্র ও অন্যান্য গণমাধ্যম শুধু কয়েক শ বা কয়েক হাজার সাংবাদিকের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ নয়। এসব প্রতিষ্ঠান সচল ও সক্রিয় না থাকলে, উচ্চকণ্ঠ না হলে গোটা সমাজের অধিকার ক্ষতিগ্রস্ত হতে বাধ্য।

সাম্প্রতিক গণমাধ্যমে হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই হামলা এক ধরনের ট্রমা, যা দীর্ঘদিন কাজ করবে। বিশেষ করে ডেইলি স্টারের কার্যালয়ে হামলাটি কোনো ভবনের ওপর ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল না। মধ্যযুগীয় কায়দায় সাংবাদিকদের ভেতরে রেখে চারদিকে আগুন দেওয়া এবং দমকল বাহিনীকে বাধা দেওয়ার চেষ্টা ছিল চরম বর্বরতার বহিঃপ্রকাশ। আজ দুটি পত্রিকায় হামলা হয়েছে, কাল অন্য কোথাও হতে পারে—এমন পরিস্থিতিতে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প নেই।

তিনি আরও বলেন, যেকোনো দেশের গণমাধ্যমের বিকাশ ও সেই সমাজের গণতান্ত্রিক বিকাশ পরস্পরের সঙ্গে গভীরভাবে যুক্ত। ইতিহাস সাক্ষ্য দেয়, বড় রাজনৈতিক পরিবর্তনের সময়েও মানুষের কণ্ঠরোধের প্রবণতা দেখা যায়। দেড় বছর আগে গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরতন্ত্র পরাজিত হলেও এখন সেই আন্দোলনের চেতনাকে ব্যবহার করে গণতান্ত্রিক চেতনাকে ধ্বংসের চেষ্টা চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ