Views Bangladesh Logo

স্বচ্ছ নির্বাচনের জন্য গণমাধ্যমের বিকল্প নেই: ইসি

স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার (৩ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের জন্য আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কমিশনার সানাউল্লাহ বলেন, গত দেড় দশকে দেশের নির্বাচনী ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে এসে আস্থা পুনর্গঠনে সবার দায়িত্ব রয়েছে। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে আসন্ন জাতীয় নির্বাচন হবে এক ভিন্ন ধরনের নির্বাচন-এমন মন্তব্যও করেন তিনি।

তিনি আরও জানান, দুই ভোট একসঙ্গে দিতে প্রতিটি ভোটারের গড়ে তিন থেকে সাড়ে তিন মিনিট সময় লাগছে। পাশাপাশি ভোটের দিনে গণমাধ্যমের অবাধ চলাচল ও সংবাদ কাভারেজ নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

এসময় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন এখন ‘নির্বাচনী জোয়ারে’ রয়েছে। সরকারের সঙ্গে সমন্বয় রেখে শতাব্দীর সেরা নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়েই কমিশন এগোচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ