প্রথম লক্ষান হিসেবে ওয়ানডেতে নিশাঙ্কার ডাবল সেঞ্চুরি
ব্যাট হাতে আফগান বোলারদের ওপর ঝড় বইয়ে দিয়েছেন শ্রীলঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা। আগ্রাসী ব্যাটিংয়ে তুলে নিয়েছেন ওয়ানডে ডাবল সেঞ্চুরি, যা আবার শ্রীলঙ্কার কোনো ব্যাটারের প্রথম।
পাল্লেকেল্লেতে শুক্রবার সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে ৩ উইকেটে ৩৮১ রানের পাহাড় গড়েছে শ্রীলঙ্কা। একাই ২১০ রান করেছেন নিশাঙ্কা। তার আগে ২০০ পেরোতে পারেননি আর কোনো লঙ্কান ব্যাটার। মাত্র ১৩৯ বলে এই রেকর্ড ইনিংস খেলার পথে তিনি হাঁকিয়েছেন ২০টি চার ও ৮টি ছক্কা।
ডাবল শতক হাঁকানোর পথে ক্রিস গেইলকে পেছনে ফেলেছেন নিশাঙ্কা। ক্যারিবীয় ‘ব্যাটিং দানব’ ২০১৫ সালে ক্যানবেরায় জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৮ বলে ছুঁয়েছিলেন ম্যাজিক ফিগার। নিশাঙ্কা তার চেয়ে দুই বল কম খেলেই ডাবলের দেখা পেয়েছেন। দ্রুততম ডাবল সেঞ্চুরির তালিকায় তৃতীয় স্থান দখল করেছেন তিনি।
নিশাঙ্কা সহ ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন মাত্র ১২ জন ক্রিকেটার। সর্বোচ্চ ইনিংস ভারতের রোহিত শর্মার, ১৭৩ বলে ২৬৪ রান। ২৩৭* রান নিয়ে দুইয়ে অবস্থান সাবেক কিউই ব্যাটার মার্টিন গাপটিলের।
নিশাঙ্কার আগুনে ব্যাটিংয়ের দিনে শ্রীলঙ্কার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ করেছেন আরেক ওপেনার আভিশকা ফার্নান্দো। তার ব্যাট থেকে এসেছে ৮৮ বলে ৮৮ রান। দুই ওপেনার মিলে গড়েন ১৮২ রানের জুটি। শেষদিকে ৪৫ রানের ইনিংস খেলেন সাদিরা সামারাবিক্রমা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে