ব্যালট পেপারের ঘটনাকে ধামাচাপা দেয়া যাবে না: আবিদুল
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দুই দিন আগে সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী ও ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান অভিযোগ করেছিলেন, নিলক্ষেত এলাকায় বিপুল পরিমাণ ব্যালট পেপার অনিরাপদ অবস্থায় পড়ে ছিল। তার দাবি, এ বিষয়ে একাধিকবার অভিযোগ জানানো হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি এবং কোনো জবাবও দেয়নি।
সেই ঘটনা নিয়ে বুধবার (২৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে আবিদুল লেখেন, ‘নীলক্ষেতে ব্যালট পেপারের ঘটনাকে ধামাচাপা দেয়া যাবে না। সত্য উন্মোচিত হবেই। স্বচ্ছতা আদায় করা আমাদের দায়িত্ব। সবকিছু খুব দ্রুতই স্পষ্ট হবে ইনশাআল্লাহ। মিথ্যার শক্তিতে বিভ্রান্ত হবেন না।’
এর আগে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী অনিয়মের অভিযোগ জমা দেন সহ-সভাপতি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান, উমামা ফাতেমা এবং আব্দুল কাদের।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন ছাত্রদলসহ একাধিক প্যানেলের প্রার্থীরা নানা অনিয়মের অভিযোগ তোলেন।ওই দিন বিকেলে তিনটি প্যানেলের প্রতিনিধিরা উপাচার্যের কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ জমা দেন, যাদের মধ্যে ছিলেন ভিপি পদপ্রার্থী আবিদুল, উমামা ও কাদের।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে