Views Bangladesh Logo

টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের মামলায় নাইকোর বিপক্ষে বাংলাদেশের জয়

 VB  Desk

ভিবি ডেস্ক

টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশের পক্ষে রায় দিয়েছেন ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউট (ইকসিড)। এ ঘটনায় বাংলাদেশকে ৪২ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫১৬ কোটি টাকা) ক্ষতিপূরণ দিতে নাইকোকে নির্দেশ দেন ইকসিড।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পেট্রোবাংলার চেয়ারম্যান প্রকৌশলী রেজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এছাড়া পেট্রোবাংলার এক সূত্রে জানা যায়, ইকসিডের রায়ে পুড়ে যাওয়া গ্যাসের দাম ও পরিবেশগত ও অন্যান্য ক্ষতি বাবদ ৪২ মিলিয়ন ডলার জরিমানা করা হয়েছে।

এর আগে, সুনামগঞ্জের ছাতকে অবস্থিত টেংরাটিলা গ্যাসক্ষেত্রে ২০০৩ সালে গ্যাস অনুসন্ধানের দায়িত্ব পায় নাইকো। তবে অদক্ষতা ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় না রাখায় ২০০৫ সালের ৭ জানুয়ারি এবং ২৪ জুন দু’বার সেখানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। আগুনে পুড়ে যায় প্রায় ৮ বিলিয়ন ঘনফুট মূল্যবান গ্যাস। এ বিস্ফোরণে আশপাশের জনপদ ও পরিবেশও বেশ ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় পেট্রোবাংলা ক্ষতিপূরণ হিসেবে ৭৪৬ কোটি টাকা দাবি করলেও নাইকো তা দিতে অস্বীকৃতি জানায়। বিষয়টি শেষ পর্যন্ত আন্তর্জাতিক আদালত পর্যন্ত গড়ায়। ট্রাইব্যুনালের পর্যবেক্ষণে উঠে আসে নাইকোর অব্যবস্থাপনা ও আন্তর্জাতিক পেট্রোলিয়াম শিল্পের মানদণ্ড অনুসরণে ব্যর্থতার বিষয়টি এবং এটিই বিস্ফোরণের কারণ।

উল্লেখ্য, ২০১৬ সালে বাপেক্স প্রায় ৯ হাজার ২৫০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছিল, যার ধারাবাহিকতায় এ চূড়ান্ত আদেশ এলো।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ