Views Bangladesh Logo

প্রবাসীদের জন্য জাপান ও কানাডায় চালু হচ্ছে এনআইডি সেবা

শিগগিরই জাপান ও কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু হতে যাচ্ছে। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে জানানো হয়েছে, এই মাসের শেষ দিকে জাপানে এবং সেপ্টেম্বরের শুরুতে কানাডায় এই কার্যক্রম শুরু হবে।

ইসির এনআইডি উইংয়ের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর গণমাধ্যমকে জানান, ইতোমধ্যে জাপানের টোকিও এবং কানাডার টরেন্টো ও অটোয়ায় কারিগরি যন্ত্রপাতি স্থাপন ও প্রশিক্ষণের কাজ সম্পন্ন হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে এনআইডি দেওয়ার কাজও চলছে। তিনি আশা করছেন, খুব দ্রুতই এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

জাপানে এই কার্যক্রম জুলাই মাসে শুরু হওয়ার কথা থাকলেও কিছু স্থানীয় সমস্যার কারণে তা পিছিয়ে গিয়েছিল। এই সমস্যাগুলো সমাধান করতে ইসি সচিব আখতার আহমেদ জাপান সফর করছেন। অন্যদিকে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন কানাডায় এই সেবা উদ্বোধন করতে এই মাসের শেষ সপ্তাহে সেখানে যাবেন।

জাপান ও কানাডায় এই সেবা চালু হলে বিশ্বের ১০টি দেশের প্রবাসী বাংলাদেশিরা ১৭টি মিশন অফিসের মাধ্যমে এনআইডি সেবা নিতে পারবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ