Views Bangladesh Logo

আসন্ন জাতীয় নির্বাচন হবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ: সিইসি

 VB  Desk

ভিবি ডেস্ক

সন্ন জাতীয় নির্বাচনটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি আশা করেন, নির্বাচন কর্মকর্তারা এই নির্বাচনে শতভাগ নিরপেক্ষতা বজায় রাখবেন।

শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘এই কমিশনের মূল নীতি হলো পেশাদারিত্ব ও নিরপেক্ষতা। এই বার্তাটি স্পষ্টভাবে সবার কাছে পৌঁছাতে হবে।’

তিনি নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আমরা শতভাগ নিরপেক্ষ আচরণ দেখতে চাই।’

এই দুই দিনের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রায় ৮০ জন কোর প্রশিক্ষক। তারা পরবর্তীতে আসন্ন জাতীয় নির্বাচনের জন্য 'ট্রেইনার অব ট্রেইনার্স' প্রশিক্ষণ দেবেন। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের আগেই এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নাসির উদ্দিন বলেন, আসন্ন নির্বাচনে আইন-শৃঙ্খলাজনিত চ্যালেঞ্জের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার, ভুল তথ্য ও মিথ্যা তথ্য ছড়িয়ে পড়া—এই নতুন ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় নির্বাচনী কর্মকর্তাদের প্রস্তুত থাকতে হবে।

সিইসি আরও বলেন, এই প্রশিক্ষণের মূল বিষয়বস্তু হলো নৈতিকতা। এ জন্য অংশগ্রহণকারীদেরকে সব সময় নৈতিক নীতি মেনে চলার আহ্বান জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ