Views Bangladesh Logo

জাতির রাজনৈতিক ভবিষ্যতে আগামী ৫-৬ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ: শফিকুল আলম

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের রাজনৈতিক দিকনির্দেশনার ভবিষ্যৎ নির্ধারণে আগামী ৫-৬ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

‘আগামী দিনগুলোই প্রকাশ করবে, দেশ কোন দিকে যাচ্ছে। তবে, কোনো অবস্থাতেই জাতীয় নির্বাচন স্থগিত হবে না। প্রধান উপদেষ্টা নির্ধারিত সময়সূচি অনুসারে নির্বাচন আয়োজনে দৃঢ় রয়েছেন’- বলেন তিনি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সংবাদ সম্মেলনে শফিকুল আলম আশা প্রকাশ করেন, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া জয়লাভ করবে। তিনি বলেন, ‘জনগণ যদি অংশ নেয়, তাহলে সুষ্ঠু নির্বাচনের পথে কোনো বাধা থাকবে না’।

প্রেস সচিব বলেন, ‘অন্তর্বর্তী সরকার এমন এক সময়ে দায়িত্ব গ্রহণ করেছে, যখন দেশটি বিশৃঙ্খলার মধ্যে ছিল। এই প্রেক্ষাপটেও এই প্রশাসন যথেষ্ট ভালো কাজ করেছে’।

চাঁদাবাজি ও অপরাধমূলক কার্যকলাপে উদ্বেগ জানিয়ে সরকারের শূন্য-সহনশীলতার অবস্থানও পুনর্ব্যক্ত করেন প্রেস সচিব।

‘যদি প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদের অবস্থান বা সংশ্লিষ্টতা নির্বিশেষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’- বলেন তিনি।

রাজনৈতিক দলগুলোতে দীর্ঘদিনের আর্থিক স্বচ্ছতার অভাবেরও সমালোচনা করেন শফিকুল আলম। বলেন, ‘এটি দুর্ভাগ্যজনক যে, স্বাধীনতার ৫৪ বছর পরেও রাজনৈতিক তহবিল সংগ্রহ অস্বচ্ছ রয়ে গেছে’।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ