হাদি হত্যায় জড়িত ৫ জনকে গ্রেফতারের খবর ভিত্তিহীন: পশ্চিমবঙ্গ পুলিশ
গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির হত্যায় জড়িত ৫ জনকে গ্রেফতারের খবর ভিত্তিহীন বলে দাবি করেছে পশ্চিমবঙ্গ পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ার পর এই কথা জানালো পশ্চিমবঙ্গের পুলিশ।
তবে, হাদি বা বাংলাদেশের নাম উল্লেখ না করেই ফেসবুকে পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে এ পোস্ট দেয়া হয়। লেখা হয়, সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট আমাদের নজরে এসেছে, যাতে বলা হচ্ছে প্রতিবেশী দেশের একটি সাম্প্রতিক ঘটনার বিষয়ে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ প্রতিবেশী দেশের কয়েকজন নাগরিককে আটক করেছে।
এতে আরও বলা হয়েছে, এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। অনুরোধ, গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে