দিনাজপুর মেডিকেলে চিরকুটসহ নবজাতক ফেলে গেল স্বজনরা
‘প
রিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম, দয়া করে কেউ নিয়ে যাবেন’- এমন চিরকুট লিখে তিন দিন বয়সী এক কন্যাশিশুকে ফেলে চলে গেছেন স্বজনরা। ঘটনাটি ঘটেছে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত বৃহস্পতিবার সন্ধ্যায়।
গতকাল শুক্রবার বিষয়টি জানাজানি হলে শিশুটিকে দত্তক নিতে আগ্রহী অনেকেই হাসপাতালে ছুটে আসেন।
হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এক দম্পতি শিশুটিকে হাসপাতালে ভর্তি করতে এসে নিজেদের শিশুটির নানা-নানি হিসেবে পরিচয় দেন। তারা জানান, শিশুটির মা নিচে আছেন এবং পরে আসবেন। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায়, তারা শিশুটিকে ফেলে রেখে হাসপাতাল ছেড়ে চলে গেছেন।
শিশুটিকে হাসপাতালের পঞ্চম তলার শিশু ওয়ার্ডে ফেলে যাওয়া হয়। তার পাশে থাকা একটি বাজারের ব্যাগে পাওয়া গেছে চিরকুট, যেখানে লেখা ছিল-
'আমি মুসলিম। আমি একজন হতভাগি। পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম। দয়া করে কেউ নিয়ে যাবেন। বাচ্চার জন্ম তারিখ ৪ নভেম্বর ২০২৫।'
ব্যাগে আরও পাওয়া গেছে শিশুটির ওষুধ, ডায়াপার ও জামাকাপড়। ভর্তি রেজিস্টারে দম্পতির ঠিকানা লেখা রয়েছে ইনছুয়ারা, শাহিনুর, আলাদিপুর, ফুলবাড়ী।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক আহসানউল্লাহ বলেন, 'পঞ্চাশোর্ধ্ব এক দম্পতি নানা-নানি পরিচয়ে শিশুটিকে ভর্তি করতে আসেন। কিছুক্ষণ পর মাকে আনার কথা বলে বেরিয়ে যান। পরে শিশুটিকে একা অবস্থায় পাওয়া যায়।'
তিনি জানান, শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে সে সুস্থ আছে, যদিও স্বাভাবিক সময়ের আগে তার জন্ম হয়েছে। বর্তমানে শিশুটিকে ফটোথেরাপি দেওয়া হচ্ছে এবং ওয়ার্মারে রাখা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে