বিদেশিদের দেয়ার আগে ৬ মাসের জন্য নৌবাহিনীর তত্ত্বাবধানে চলবে নিউমুরিং টার্মিনাল
বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের আগে আগামী ৬ মাস নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হবে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)। মঙ্গলবার (১ জুলাই) অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ বিষয়ে নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।
বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, বর্তমানে দেশীয় প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড টার্মিনালটি পরিচালনা করছে, যার মেয়াদ শেষ হবে আগামী ৬ জুলাই। এরপর ৭ জুলাই থেকে এটি পরিচালনার দায়িত্ব নৌবাহিনীর ওপর অর্পণ করার পরিকল্পনা রয়েছে। তবে এটি হবে সরাসরি ক্রয় পদ্ধতিতে এবং মেয়াদ হবে ৬ মাস।
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, টার্মিনালটি পরিচালনার দায়িত্ব কারা পাবে তা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ঠিক করবে। এ জন্য দরপত্র আহ্বান করা হবে না। আগামীকাল বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
এনসিটি দেশের বৃহত্তম কনটেইনার টার্মিনাল, যেখানে পাঁচটি জেটির মধ্যে চারটিতে সমুদ্রগামী জাহাজ এবং একটিতে অভ্যন্তরীণ নৌযান ভিড়তে পারে। এই টার্মিনালে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো, স্থানান্তরসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।
আওয়ামী লীগ সরকারের আমলে এনসিটি সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড-এর হাতে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে এবং আশা করা হচ্ছে, চলতি বছরের নভেম্বরে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে।
এর আগে গত ১৮ জুন নৌপরিবহন মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ বিষয়ে নীতিগত অনুমোদন দেয়া হয়। তখন ৬ মাসের জন্য ৪২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেয়া হলেও পরে বন্দর কর্তৃপক্ষ নৌবাহিনীর মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত নেয়। গত শনিবার বন্দর ভবনে অনুষ্ঠিত বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহায়তায় নৌবাহিনীকে সাময়িকভাবে এনসিটি পরিচালনার দায়িত্ব দেয়া হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে