Views Bangladesh Logo

ছয় জেলায় নতুন ডিসি নিয়োগ

 VB  Desk

ভিবি ডেস্ক

ছয়টি জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগের ঘোষণা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (২৫ আগস্ট) মন্ত্রণালয়ের ফিল্ড প্রশাসন-২ শাখা থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের বেশ কয়েকজন কর্মকর্তাকে স্থানান্তর করে বিভিন্ন জেলায় জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পটুয়াখালী, আবু হাসনাত মোহাম্মদ আরেফিনকে কুষ্টিয়ার, মেহেরপুরের সাবেক ডিসি মিজু সিফাত মেহনাজকে কুড়িগ্রাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মোহাম্মদ আবদুস সালামকে মেহেরপুর, ভূমি রেকর্ড ও জরিপ বিভাগের জোনাল সেটেলমেন্ট অফিসার এবং উপ-সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানকে নেত্রকোনা এবং কুষ্টিয়ার সাবেক ডিসি মো. তৌফিকুর রহমানকে খুলনার ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

এর ফলে সম্প্রতি ডিসি নিয়োগ নিয়ে অচলাবস্থা শীঘ্রই সমাধান হতে পারে বলে প্রতিবেদনে জানানো হয়েছিল। সূত্র জানায়, কিছু যুগ্ম সচিবের প্রত্যাহার আগস্টের শেষ দিকে নতুন নিয়োগের পথকে সুগম করতে পারে, যা দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটাবে।

কর্মকর্তারা জানান, বিভিন্ন সরকারি উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কার্যালয়, মন্ত্রিপরিষদ সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরস্পরবিরোধী পছন্দের তালিকার কারণে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়েছে। এই জটিলতা দূর করতে সরকার সতর্কতার সঙ্গে এগোচ্ছে, যাতে কোনো বিশৃঙ্খলা বা অভিযোগের সুযোগ না থাকে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য সময়োপযোগী নিয়োগ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নিয়োগ চূড়ান্ত হলে নতুন ডিসিরা নির্বাচনী প্রস্তুতি তদারকির জন্য নিজ নিজ জেলায় যোগদান করবেন।

এ নিয়োগের আগেই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছিলেন, প্রস্তুতি সুষ্ঠুভাবে এগোলে আগামী রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ