Views Bangladesh Logo

মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন সংবিধান করতে হবে: নাহিদ

 VB  Desk

ভিবি ডেস্ক

ওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের অভিযোগ এনে নতুন সংবিধানের দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আওয়ামী লীগ সরকার ১৬ বছর ধরে দেশের মানুষকে নির্যাতন করেছে। ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে সে সরকারকে ক্ষমতা থেকে হটানো হয়েছে। এখন সময় এসেছে মুজিববাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটি নতুন সংবিধান প্রণয়নের।

রোববার (২৭ জুলাই) দুপুরে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়া কালেক্টরেট মাঠে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম। সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ।

নাহিদ ইসলাম বলেন, নেত্রকোনা বন্যা কবলিত এলাকা হওয়ায় এখানে একটি টেকসই জেলা গঠন দরকার। নাগরিক পার্টি জনগণের কল্যাণে কাজ করবে। আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটিয়ে দেশে গণকল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে আমরা রাজপথে নেমেছি।

এ সময় তিনি শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার দাবি করে বলেন, আমরা সংস্কার ও নতুন সংবিধান না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।

সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ৭২-এর সংবিধান আওয়ামী লীগের সুবিধার জন্য করা হয়েছিল। সেটি ভারতীয় আধিপত্য প্রতিষ্ঠা করেছে এবং মুসলিম ও আলেম সমাজকে কোণঠাসা করেছে। আমরা এমন একটি সংবিধান চাই, যেখানে সকল ধর্ম-বর্ণের মানুষের অধিকার নিশ্চিত হবে।

তিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের দিকে ইঙ্গিত করে বলেন, দশ ট্রাক অস্ত্র এনে দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা হয়েছিল। এর দায় নিতে হবে।

পদযাত্রা উপলক্ষে জেলা শহরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সংগঠক হাসনাত আবদুল, কেন্দ্রীয় নেতা সারজিস আলম প্রমুখ।

এর আগে শহরের সার্কিট হাউজে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এনসিপি নেতারা। সমাবেশ শেষে তারা শেরপুরের উদ্দেশে নেত্রকোনা ত্যাগ করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ