Views Bangladesh Logo

বৃহস্পতিবার বাজারে আসছে নতুন নকশার ৫০০ টাকার নোট

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ ব্যাংক নতুন নকশার ৫০০ টাকার নোট বাজারে ছাড়ছে আগামী বৃহস্পতিবার। প্রথমে মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে এই নোট, পরে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা থেকেও পাওয়া যাবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এসব তথ্য জানিয়েছে।

নতুন নোটের সামনের অংশে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি এবং মাঝখানে জাতীয় ফুল শাপলা (পাতা ও কলিসহ) রাখা হয়েছে। পেছনে আছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের ছবি। জলছাপ হিসেবে ব্যবহৃত হয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, যার নিচে ইলেকট্রো টাইপে ‘৫০০’ ও বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম দেখা যাবে। নোটটিতে সবুজ রঙের প্রাধান্য রয়েছে।

‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন সিরিজের অংশ হিসেবে এই ৫০০ টাকার নোট প্রথমবার বাজারে আসছে। এতে থাকবে গভর্নর ড. আহসান এইচ. মনসুরের স্বাক্ষর। সিরিজটির ১০০০, ১০০, ৫০ ও ২০ টাকার নোট ইতোমধ্যে বাজারে রয়েছে। এবার যুক্ত হলো ৫০০ টাকার নোট।

নিরাপত্তার জন্য নোটটিতে ১০ ধরনের বিশেষ বৈশিষ্ট্য যোগ করা হয়েছে। এর মধ্যে অন্যতম রঙ পরিবর্তনশীল কালি, যা নোট নাড়ালে ডান পাশের ‘৫০০’ সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হয়। রয়েছে লাল–স্বর্ণালী রঙের নিরাপত্তা সুতা, আলোতে ধরলে যেখানে ‘৫০০ টাকা’ লেখা দেখা যায়।

দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নোটের ডান নিচে পাঁচটি উঁচু বৃত্ত সংযোজন করা হয়েছে। শহীদ মিনার, মূল্যমানসহ কিছু অংশ ইন্টাগ্লিও প্রিন্টে তৈরি—যা স্পর্শে উঁচু অনুভূত হবে। নির্দিষ্ট কোণে ধরলে গোপনে থাকা ‘৫০০’–এর লেখা দেখা যায়। নোটের কাগজে সংযোজিত লাল, নীল ও সবুজ তন্তু বিশেষ আলোতে দৃশ্যমান হয়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন ৫০০ টাকার নোট চালু হলেও পুরনো সব কাগুজে নোট ও কয়েন আগের মতোই চলবে। পাশাপাশি মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ নমুনা, অবিনিময়যোগ্য ৫০০ টাকার নোটও মুদ্রণ করা হয়েছে, যা নির্ধারিত মূল্যে মিরপুরের টাকা জাদুঘর থেকে সংগ্রহ করা যাবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ