মুজিববাদী সংবিধান রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়- সারজিস
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, '৭২ সালের মুজিববাদী সংবিধানকে একপাশে রেখে কখনোই একটি প্রকৃত বাংলাদেশপন্থি বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব নয়।' নতুন রাষ্ট্রগঠনের পথে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের প্রয়োজনীয়তার কথাও তিনি জোর দিয়ে তুলে ধরেন।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, 'এক জুলাইয়ের অভ্যুত্থানের এক বছর পেরিয়ে আরেক জুলাইয়ে পা রেখেছি; কিন্তু মুজিববাদীদের ষড়যন্ত্র এখনো থেমে নেই। তারা এখনো গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় সক্রিয়ভাবে অবস্থান করছে। মুজিববাদ শুধু একটি রাজনৈতিক মত নয়, এটি একটি আদর্শ, যার মোকাবেলা শুধুমাত্র আইনি পথে সম্ভব নয়—এর বিরুদ্ধে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।'
তিনি আরও বলেন, 'রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে; কিন্তু মুজিববাদ বিরোধিতায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ দেশে কেবল বাংলাদেশপন্থিদের জন্যই জায়গা থাকবে দেশপন্থি কোনো শক্তির ঠাঁই এখানে হবে না।'
আসন্ন অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে সারজিস বলেন, 'আমরা সুশীল সরকারের মতো নিরপেক্ষ ভূমিকা নয়, বরং অভ্যুত্থান-পরবর্তী সরকারের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করি। এই সরকারের আমলেই খুনি শেখ হাসিনার বিচারের রায় কার্যকর হতে হবে এটাই জনগণের দাবি।'
তিনি বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতার বিষয়েও গুরুত্বারোপ করে বলেন, 'আমরা বিচার বিভাগকে কোনো দলের অনুগত হিসেবে দেখতে চাই না, ঠিক তেমনি আইনশৃঙ্খলা বাহিনীকেও যেন রাজনৈতিক তোষামোদে লিপ্ত না হতে হয়।'
সারজিস আলমের বক্তব্যে স্পষ্টভাবে একটি নতুন রাজনৈতিক কাঠামোর দাবি উঠে আসে, যেখানে মুজিববাদী রাজনীতির বিপরীতে একটি নতুন বাংলাদেশের ধারণা তুলে ধরা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে