Views Bangladesh Logo

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে নেদারল্যান্ডস

Sports Desk

ক্রীড়া ডেস্ক

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ খেলতে নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল বাংলাদেশে এসেছে।

বুধবার (২৭ আগস্ট) সকালে ডাচ দল ঢাকায় পৌঁছে দুপুরে সংক্ষিপ্ত বিরতির পর সিলেটে যায়।

আগামী ৩০ আগস্ট সিরিজ শুরু হবে। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১ ও ৩ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে।

সফরের আগে নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড দলে তিনটি পরিবর্তন আনে। দলে ফিরেছেন সিকান্দার জুলফিকার (৬ বছর পর) ও সেবাস্টিয়ান ব্রাট (৪ বছর পর), আর ১৭ বছর বয়সী সেডরিক ডি ল্যাং প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন।

চোটের কারণে রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেন দল থেকে ছিটকে গেছেন। ব্যক্তিগত কারণে সরে দাঁড়িয়েছেন শাকিব জুলফিকার।

নেদারল্যান্ডস স্কোয়াড: ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়া ক্রুস, শাকিব জুলফিকার, রায়ান ক্লেইন, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন, শরিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম।

টিম ম্যানেজমেন্ট: রায়ান কুক (হেড কোচ), রায়ান ভ্যান নিইকার্ক (সহকারী কোচ), হেইনো কুন (সহকারী কোচ), ডিন মুনসামি (ফিটনেস কোচ), লরেঞ্জো মেয়ার (ফিজিওথেরাপিস্ট), ডেভি বাক্কার (টিম ম্যানেজার), কোরেভ রুটগার্স (মিডিয়া ম্যানেজার)।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ