Views Bangladesh Logo

ওয়ার্নার ব্রাদার্স-এর স্টুডিও ও স্ট্রিমিং ব্যবসা অধিগ্রহণ করছে নেটফ্লিক্স

লিউডের কিংবদন্তী ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি-র স্টুডিও ও স্ট্রিমিং সাম্রাজ্য এবার কিনে নিচ্ছে নেটফ্লিক্স। অধিগ্রহণের জন্য চুক্তিমূল্য ৭২ বিলিয়ন ডলার। শুক্রবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়।

ফিল্ম ও টেলিভিশন জগতের দুই ‘হেভিওয়েট’ এবার এক ছাদের তলায় আসায় এই পদক্ষেপ গোটা বিশ্বের ফিল্মি মানচিত্রে বড় বদলের ইঙ্গিত দিচ্ছে।

টেলিভিশন ও সিনেমা বিভাগের পাশাপাশি ওয়ার্নারের মালিকানায় রয়েছে HBO Max এবং DC Studios—যা প্রিমিয়াম কনটেন্ট ও সুপারহিরো ফ্র্যাঞ্চাইজের জন্য সুপরিচিত। অন্যদিকে, নেটফ্লিক্স ইতিমধ্যেই ‌বিনোদন দুনিয়ায় জনপ্রিয়তার নিরিখে শীর্ষে রয়েছে, নিজেদের প্রোডাকশন ইউনিট গড়ে তুলেছে, ঝুলিতে রয়েছে ‘Stranger Things’ ও ‘Squid Game’-এর মতো আলোড়ন ফেলা সব সিরিজ।

নগদ ও স্টক মিলিয়ে এই চুক্তিতে প্রতি ওয়ার্নার শেয়ারের মূল্য ধরা হয়েছে ২৭.৭৫ মার্কিন ডলার। এর ফলে সংস্থার মোট এন্টারপ্রাইজ মূল্য দাঁড়াচ্ছে প্রায় ৮২.৭ বিলিয়ন ডলার—যা বিনোদন জগতে সাম্প্রতিক কালের অন্যতম বৃহৎ অধিগ্রহণ বলে মনে করা হচ্ছে।

২০২৬ সালের তৃতীয় ত্রৈমাসিকে এই লেনদেন সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে, ওয়ার্নার ডিসকভারি গ্লোবাল-কে বিচ্ছিন্ন করে একটি নতুন ‘পাবলিকলি-ট্রেডেড’ সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করবে।
 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ