Views Bangladesh Logo

এনইআইআর সিস্টেমের সার্ভার ও আইপি সম্পূর্ণ নিরাপদ: বিটিআরসি

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) সিস্টেমের সার্ভার এবং ব্যবহৃত আইপি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে।

বিটিআরসির স্পেকট্রাম বিভাগ মঙ্গলবার (১৩ জানুয়ারি) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছে, এনইআইআর সিস্টেমের সব ডেটা দেশের অভ্যন্তরের একটি নিরাপদ স্থানে সংরক্ষিত এবং ব্যবহৃত আইপি বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দপ্রাপ্ত। তাই সিস্টেমের কোনো তথ্য বা ট্রাফিক বিদেশে যাওয়ার সুযোগ নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মোবাইল হ্যান্ডসেটের অবৈধ আমদানি-চুরি প্রতিরোধ, অবৈধ হ্যান্ডসেট ব্যবহার করে সংঘটিত অপরাধ দমন এবং সরকারের রাজস্ব নিশ্চিত করতে বিটিআরসি ১ জানুয়ারি থেকে এনইআইআর সিস্টেম চালু করেছে। তবে সিস্টেম চালুর পর থেকেই বিভিন্ন প্ল্যাটফর্মে সার্ভারের অবস্থান ও ব্যবহৃত আইপি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

সিস্টেমে গ্রাহকের তথ্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুরক্ষিত রাখা হয়েছে। সমস্ত রিকুয়েস্ট দেশের অভ্যন্তরে প্রক্রিয়াকরণ হচ্ছে এবং আইপি রুট পর্যালোচনার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

বিটিআরসি সবাইকে অনুরোধ করেছে, এনইআইআর সিস্টেম নিয়ে কোনো ধরনের গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হতে।

উল্লেখ্য, ১ জানুয়ারি থেকে দেশের মোবাইল ফোন বাজারে অবৈধ ও আনঅফিশিয়াল হ্যান্ডসেট ব্যবহার নিয়ন্ত্রণের জন্য আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে এনইআইআর। এই সিস্টেমের মাধ্যমে সব মোবাইল ফোনের আইএমইআই নম্বর জাতীয় ডাটাবেইজে যুক্ত হয়েছে। তবে আনঅফিশিয়াল ফোনের ব্যবসায়ীরা শুরু থেকেই সিস্টেমের ব্যাপারে আপত্তি জানিয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ