বিজয় দিবস থেকে চালু হচ্ছে এনইআইআর সেবা, বাড়বে না মোবাইল ফোনের দাম
দেশে একটি মডেলের মোবাইল হ্যান্ডসেটের সর্বোচ্চ ১০ লাখ নকল হ্যান্ডসেট বাজারে ছড়িয়ে পড়েছে। এসব হ্যান্ডসেট দিয়ে নানা ধরনের আর্থিক ও সামাজিক অপরাধ চালাচ্ছে একটি বড় চক্র। ক্রেতারাও সচেতন না হয়ে নকল হ্যান্ডসেট কিনে পাচ্ছেন না ওয়ারেন্টি সুবিধা।
এই পরিস্থিতি মোকাবেলায় বিজয় দিবস থেকে শুরু হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) সেবা। তবে এই সেবা চালু হলে মোবাইল ফোনের দাম বাড়বে কি না, তা নিয়ে বাজারে উদ্বেগ থাকলেও ব্যবসায়ীরা নিশ্চিত করেছেন, একটাও টাকা বাড়বে না।
বিটিআরসি কমিশনার মোহাম্মাদ মাহমুদ হোসাইন জানিয়েছেন, ২০১৮ সাল থেকে এই সেবার বাস্তবায়নের চেষ্টা চলছিল। নাগরিকদের নিরাপত্তার স্বার্থে বাজারে থাকা হ্যান্ডসেট লিগ্যাল চ্যানেলে আনার প্রক্রিয়ার সমাধান ডিসেম্বরের মধ্যে আসবে। তিনি আরও বলেন, মোবাইল হ্যান্ডসেটের মান নেটওয়ার্কের মানের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই এনইআইআর বাস্তবায়নের পর দাম না বাড়ানোর প্রতিশ্রুতি বাস্তবায়ন করা প্রয়োজন। এছাড়া ১৬ ডিসেম্বরের আগের কোনো ফোন বন্ধ হবে না।
২৬ নভেম্বর টিআরএনবির একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানিয়েছেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আল আমিন দেওয়ান। সভাপতিত্ব করেন সমীর কুমার দে। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ জাহিদুল ইসলাম, এমআইওবি সভাপতি জাকারিয়া শাহীদ, মোবাইল ফোন ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন সভাপতি আব্দুল্লাহ আল হারুন রাজু, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, সিনেসিস আইটির সিএসও আমিনুল বারী সৌরভ এবং ফিনটেক প্রতিষ্ঠান নগদের ভিপি মোহাম্মদ জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিটিআরসি মহাপরিচালক আমিনুল হক জানান, এই সেবা খুবই সুরক্ষিত, তবে “অসম্ভব নয়, যদি বিটিআরসির ডিজি কম্প্রমাইজ হন।” তিনি আরও উল্লেখ করেন, সেবা চালু হলে চুরি বা হারিয়ে যাওয়া হ্যান্ডসেট ঘরে বসে বন্ধ করা যাবে।
এমআইওবি সভাপতি জাকারিয়া শাহীদ বলেন, দাম না বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে এনইআইআর আমাদের প্রজেক্ট নয়, এটি জাতীয় উদ্যোগ। মোবাইল ব্যবসায় সিন্ডিকেটের কোনো সুযোগ নেই, এক মাসের মধ্যে ইমপোর্ট করা সম্ভব। আব্দুল্লাহ আল হারুন রাজু বলেন, ‘গ্রে’ ব্যবসায় মাত্র ৫০০-১০০ জন জড়িত; এর চেয়ে বড় প্রভাব সীমান্ত থেকে অবাধভাবে ঢোকা হ্যান্ডসেটের। তাই এনইআইআর চালু হওয়া জরুরি।
বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি জহিরুল ইসলাম বলেন, বাজারে ২৫০-এর মতো দেশি-বিদেশী ব্র্যান্ডের মোবাইল ফোন রয়েছে। কমিশন ৮-১০ শতাংশ বেশি হলেও ব্যবসা আইন মেনে পরিচালনা করা হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে