পার্শ্ববর্তী দেশ থেকে হঠাৎ বলছে চাল দেবে না: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, দেশে বর্তমানে পর্যাপ্ত চালের মজুদ রয়েছে। তবে পার্শ্ববর্তী দেশ হঠাৎ জানিয়ে দিয়েছে তারা আর চাল দেবে না, এতে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ কারণে আতপ চাল আমদানির অনুমোদন দেয়া হয়েছে, যা মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে ওপেন টেন্ডারের মাধ্যমে আনা হতে পারে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সার প্রসঙ্গে তিনি বলেন, সৌভাগ্যবশত সারের ক্রয়মূল্য কিছুটা কমেছে, যা স্বস্তিদায়ক। বাজার পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, সাম্প্রতিক সময়ে চালের দাম কমেছে। তবে সবজির দাম ঋতুভেদে ওঠানামা করে। তিনি স্বীকার করেন, বাজার ব্যবস্থাপনায় এখনো পুরোপুরি সাফল্য আসেনি।
অর্থ পাচার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “যারা পাচার করে তারা অনেক বুদ্ধি খাটায়। সেই অর্থ ফেরত আনতে কিছুটা সময় প্রয়োজন।” তিনি জানান, ইতোমধ্যে কয়েকটি লিগ্যাল ফার্মের সঙ্গে আলোচনা চলছে এবং ফেব্রুয়ারির মধ্যে কিছু অর্থ ফেরত আসতে পারে। অন্তর্বর্তী সরকার এ বিষয়ে যে প্রক্রিয়া শুরু করেছে, নতুন সরকারও সেটির ধারাবাহিকতা বজায় রাখতে বাধ্য হবে। অন্যথায় অর্থ ফেরত আনা সম্ভব হবে না, কারণ এটি আন্তর্জাতিক নিয়ম।
তিনি আরও জানান, শিগগিরই পর্যালোচনা করে জানানো যাবে কতটুকু অর্থ ফেরত আনা সম্ভব। ইতোমধ্যে অনেকের সম্পত্তি জব্দ করা হয়েছে এবং বিভিন্ন দেশের অ্যাকাউন্ট ও পাসপোর্ট-সংক্রান্ত তথ্য হাতে এসেছে। তবে চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে আরও কিছু সময় লাগবে।
এ সময় কোনো কোনো মন্ত্রণালয়, বিশেষ করে আসিফ মাহমুদের মন্ত্রণালয়কে বেশি বরাদ্দ দেয়া হচ্ছে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, “এগুলো নতুন প্রকল্প নয়, অনেক আগে থেকেই পরিকল্পিত। এই ১৪ মাসে শুরু হয়নি।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে