দুর্গাপূজা ঘিরে অপপ্রচার চালাচ্ছে পার্শ্ববর্তী দেশ : স্বরাষ্ট্র উপদেষ্টা
আসন্ন দুর্গাপূজাকে ঘিরে পার্শ্ববর্তী দেশ উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে উত্তরায় র্যাব সদর দপ্তরে দেশের সার্বিক পরিস্থিতি ও র্যাবের কার্যক্রম নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখনো দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়নি। ঢাকাসহ সারা দেশের পূজামণ্ডপগুলোতে প্রস্তুতির কাজ চলছে। এর মধ্যেই পার্শ্ববর্তী দেশ ভিন্ন ভিন্নভাবে মিথ্যা তথ্য প্রচার করছে। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’
তিনি জানান, দেশে বর্তমানে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপ রয়েছে। কোথাও ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও প্রতিটি মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে আনসার সদস্যরাও নিয়োগ দেয়া হবে।
পঞ্চগড়ের সাম্প্রতিক একটি ঘটনা নিয়েও প্রতিবেশী দেশ মিথ্যা প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, এসব মিথ্যা প্রচারের জবাবে আপনাদের সত্য সংবাদ তুলে ধরতে হবে। পাশাপাশি পূজামণ্ডপ কমিটিকেও সতর্ক থাকতে হবে।
র্যাবের কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি আরও বলেন, ৫ আগস্টের আগের পরিস্থিতির সঙ্গে এখনকার তুলনা করলে স্পষ্ট বোঝা যায়, র্যাবের কার্যক্রমে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধারসহ সব ক্ষেত্রেই তাদের সাফল্য এখন প্রশংসিত হচ্ছে।
অবসরে যাওয়া কর্মকর্তাদের পুনর্নিয়োগ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটি সম্পূর্ণ নিয়ম মেনেই করা হচ্ছে। আগে যেমন নিয়ম ছিল, এখনো সেই নিয়ম বহাল আছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে