এনবিআর নিয়ে নেতিবাচক সংবাদে কূটনৈতিক সমস্যা তৈরি হয়েছিল: অর্থ উপদেষ্টা
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্পর্কে নেতিবাচক প্রতিবেদন একবার উল্লেখযোগ্য কূটনৈতিক সমস্যার জন্ম দিয়েছিল বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। যার ফলে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিতে তাকে ব্যক্তিগতভাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংককে চিঠি লিখতে হয়েছিল বলে জানান তিনি।
বুধবার (২ জুলাই) ঢাকার পল্টনে আয়োজিত এসএমই ফাউন্ডেশন–ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য তুলে ধরেন।
সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ইকোনমিক ইনস্টিটিউশন নিয়ে রিপোর্টিং অত্যন্ত সংবেদনশীল বিষয়। ইতিবাচক প্রতিবেদন প্রকাশ করলে কাজ কিছুটা সহজ হয়, কিন্তু নেতিবাচক প্রতিবেদন গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে।’
অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘এনবিআর সংক্রান্ত সংবাদের কারণে আমরা বড় ধরনের ঝামেলায় পড়েছিলাম। প্রথমে অর্থ সচিব একটি চিঠি লিখেছিলেন, কিন্তু বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নীতিনির্ধারক পর্যায় থেকে ব্যাখ্যা চাওয়ায় আমাকে নিজেই চিঠি লিখতে হয়েছিল।’
উপদেষ্টা বলেন, ‘আইএমএফ এবং বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠকের আগেই বিষয়টির সমাধান হয়েছে। এখন তহবিল আসছে এবং আমরা সততার সঙ্গে এই অর্থের সর্বোত্তম ব্যবহার করার চেষ্টা করছি।’
চলমান সংস্কার উদ্যোগের কথা উল্লেখ করে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা এখানে অল্প সময়ের জন্য আছি। এই সময় আরও কমে গেছে, ফেব্রুয়ারি পর্যন্ত। তারপরও ডিসেম্বরের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছি এবং সেই কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।‘
সরকারি কাজের প্রশংসার অভাব নিয়েও আক্ষেপ করেন উপদেষ্টা। তিনি বলেন, ‘অনেকেই বলেন- সরকারের কোনো ভালো কাজ চোখে পড়ে না, তাদের মধ্যে কেউ কেউ আমার ছাত্র ছিলেন। হয়তো ব্যক্তিগতভাবে কেউ উপকৃত হলে তারা পরিবর্তনগুলো উপলব্ধি করতেন। এ ধরনের মন্তব্য আমরা প্রায়ই শুনি।’
অনুষ্ঠানে বক্তৃতা করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মুসফিকুর রহমান। জাতীয় অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এসএমই) অবদান বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘ভিয়েতনাম, থাইল্যান্ড, ভারত এবং পাকিস্তানের মতো দেশে এসএমই জিডিপিতে ৪০-৬০% অবদান রাখে। বাংলাদেশে এই অবদান মাত্র ২৫%। এটি এতদিনে কমপক্ষে ৪০% হওয়া উচিত ছিল।’
এ ছাড়াও আগামী পাঁচ বছরের মধ্যে এসএমই’র অবদান ৩৫%-এ উন্নীত করার লক্ষ্যের কথা জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইআরএফ সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে