প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৫০ লাখ: আইওএম
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম-জাতিসংঘ) জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগের কারণে বর্তমানে বাংলাদেশে প্রায় ৫০ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত অবস্থায় আছেন। রাজধানীর এক হোটেলে বুধবার আয়োজিত অনুষ্ঠানে এই তথ্য প্রকাশ করা হয়।
আইওএমের গবেষণায় দেখা গেছে, ২০২০ সালের এপ্রিলের আগে দুই-তৃতীয়াংশ মানুষ (৬৩%) ইতিমধ্যে বাস্তুচ্যুত হয়েছে, আর এক-চতুর্থাংশ (২৫%) ২০২০ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের এপ্রিলের মধ্যে বাস্তুচ্যুত হয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে ২৯ হাজারের বেশি তথ্যদাতার সাক্ষাৎকার এবং ৫ হাজার ৩৮৮টি মাঠ পরিদর্শনের মাধ্যমে এই তথ্য সংগ্রহ করা হয়েছে।
বিভাগভিত্তিক অবস্থান অনুযায়ী, চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি বাস্তুচ্যুত মানুষ রয়েছে—১২ লাখ ১ হাজার। এরপর ঢাকা (৭ লাখ ৯০ হাজার) এবং রাজশাহী (৬ লাখ ৬০ হাজার) বিভাগে রয়েছে। মোট বাস্তুচ্যুতদের এক-চতুর্থাংশই চট্টগ্রাম, সিরাজগঞ্জ, ভোলা ও নোয়াখালী জেলায় অবস্থান করছে। অধিকাংশ বাস্তুচ্যুত মানুষ (৮৫%) গ্রামীণ ইউনিয়নে বসবাস করছে।
আইওএম বাংলাদেশের মিশনপ্রধান ল্যান্স বোনো বলেন, “বাস্তুচ্যুত মানুষের প্রকৃত সংখ্যা জানা দুর্যোগ ব্যবস্থাপনা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি জাতীয় ও স্থানীয় কর্তৃপক্ষ ও উন্নয়ন সহযোগীদের আরও সুসংগঠিত পদক্ষেপ নিতে সহায়তা করবে।”
গণনার তথ্য সরকারি ডেটা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা, দুর্যোগ প্রস্তুতি, পুনর্বাসন, সামাজিক সুরক্ষা এবং জলবায়ু অভিযোজনসহ দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনায় নীতিনির্ধারকদের আরও সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
অনুষ্ঠানে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার ভার্চ্যুয়ালি বক্তব্য দেন। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্যানেল আলোচনায় সরকারি দপ্তর ও উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে