Views Bangladesh Logo

মাদ্রাসাতেও বিভাগ চালুর নির্দেশ

দাখিলের নবম শ্রেণিতে বিভাগ চালুর নির্দেশনা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এর আলোকে ২০২৫ শিক্ষাবর্ষে দশম শ্রেণির জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে।

বুধবার (৯ অক্টোবর) বোর্ডের পাঠানো নির্দেশনার চিঠি প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

চিঠিতে বলা হয়েছে, ২০২৪ শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে নবম শ্রেণিতে বিভাগ বিভাজন (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) থাকবে না মর্মে নির্দেশনা জারি করা হয়েছিল। কিন্তু মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১ সেপ্টেম্বরের জরুরি নির্দেশনা অনুযায়ী ২০২৫ শিক্ষাবর্ষে দশম শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষা (২০২৬ সালে অনুষ্ঠিতব্য) জাতীয় শিক্ষাক্রম ২০১২ এর ভিত্তিতে অনুষ্ঠিত হবে এবং বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা বিভাজন অব্যাহত থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ