নির্বাচন কমিশনের ওপর অনাস্থা প্রকাশ সারজিস আলমের
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম। তিনি অভিযোগ করেছেন, কমিশন কোনো পক্ষ বা শক্তির প্রভাবে শাপলা প্রতীক না দেয়ার ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা করছে।
শুক্রবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সব উপজেলার সমন্বয়ক, যুগ্ম সমন্বয়ক ও সংগঠকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি বলেন, 'যেহেতু আইনগতভাবে শাপলা প্রতীক দিতে কোনো বাধা নেই, তাই স্বাধীন একটি প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের কোনো দলের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করা উচিত নয়।'
তিনি আরও বলেন, 'যদি কমিশন এভাবে চাপের মুখে সিদ্ধান্ত নেয়, তাহলে আমরা কীভাবে তাদের ওপর আস্থা রাখব যে, তারা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে? প্রয়োজনে আমরা আইনগত ও রাজনৈতিকভাবে এ সিদ্ধান্তের মোকাবিলা করব।'
জামায়াতে ইসলামী সঙ্গে দ্বিমত প্রসঙ্গে সারজিস আলম বলেন, 'উচ্চকক্ষের জন্য অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি প্রাসঙ্গিক হলেও নিম্নকক্ষের জন্য নয়। তাই এই ইস্যুতে জামায়াতের সঙ্গে আন্দোলনে নেই এনসিপি। তবে জুলাই সনদ, সংস্কার ও বিচার দাবিতে আমাদের ঐকমত্য ও সহযোগিতা বহাল থাকবে।'
গণঅধিকার পরিষদের সঙ্গে একীভূত হওয়ার আলোচনার বিষয়ে তিনি জানান, 'এনসিপি ও গণঅধিকার পরিষদের মধ্যে আলোচনা চলছে। আলোচনার মাধ্যমে সন্তোষজনক সিদ্ধান্ত এলে তা প্রকাশ করা হবে।'
জাতীয় পার্টি প্রসঙ্গে তিনি বলেন, 'জামায়াতের সঙ্গে আমরা একমত— আওয়ামী লীগ যেভাবে স্বৈরাচারী পথে গেছে, জাতীয় পার্টিও একইভাবে সহযোগিতা করেছে। তাই জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করা উচিত।'
প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সারজিস আলম বলেন, 'ডিসি, এসপি ও ইউএনওসহ মাঠপর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন রাজনৈতিক দলের তোষামোদে ব্যস্ত। এতে তাদের পেশাদারিত্ব নষ্ট হচ্ছে। কোনো নির্দিষ্ট দলের প্রভাবাধীন কর্মকর্তাদের দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।'
জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেন, 'গণপরিষদ নির্বাচন মানে সংসদ ও গণপরিষদের জন্য আলাদা নির্বাচন নয়। এক নির্বাচনের মাধ্যমেই কিছু সংসদ সদস্য গণপরিষদে থেকে সংবিধান প্রণয়ন করবেন। এটি হবে কার্যকর ও বাস্তবসম্মত পদ্ধতি।'
আইনশৃঙ্খলা বাহিনী প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা তাদের টাকার জুয়ারি হিসেবে দেখতে চাই না। গণঅভ্যুত্থানের পর প্রশাসনকে শোষক নয়, সেবক হিসেবে দেখতে চাই।'
শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বিস্তারের সমালোচনা করে সারজিস বলেন, 'পঞ্চগড়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণির স্কুলগুলোতে ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে— এটি এনসিপি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। স্কুলগুলোকে সব ধরনের রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা উচিত।'
সভায় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক গোলাম মুর্তজা সেলিমসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে