মাদারীপুরে এনসিপির পদযাত্রা স্থগিত
গোপালগঞ্জ থেকে মাদারীপুরে যাওয়ার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দলটির মাদারীপুর পদযাত্রা ও পথসভা স্থগিত করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় মাদারীপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। একই দিনে বিকেল ৩টায় মাদারীপুরে এনসিপির সমাবেশ হওয়ার কথা ছিল।
সূত্রে জানা গেছে, ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ থেকে মাদারীপুরে রওনা হওয়ার পথে এনসিপির শীর্ষ নেতাদের ওপর হামলা চালানো হয়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই মাদারীপুরে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করে।
এর আগে, মাদারীপুরে গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি বিক্ষোভ সমাবেশ করে এবং দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। তারা হুঁশিয়ার করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা না নিলে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে।
মাসুম বিল্লাহ বলেন, 'এই হামলা পরিকল্পিত। মাদারীপুরের কর্মসূচি বানচাল করতেই এটি করা হয়েছে। কিন্তু আমরা ভয় পাই না। এই আন্দোলন চালিয়ে যাব।'
মাদারীপুরের পদযাত্রা ও পথসভা পুনঃনির্ধারিত সময় অনুযায়ী পরবর্তীতে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। এদিকে, স্থানীয় প্রশাসন সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার রাখার প্রস্তুতি নিচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে