এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরু
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী পদযাত্রা কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (১ জুলাই) থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক এ কর্মসূচি শুরু হয় রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে।
এর আগে ৩০ জুন দিবাগত রাত ১২টায় ঢাকা থেকে রংপুরের উদ্দেশে রওনা হন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওনসহ কেন্দ্রীয় নেতারা।
এনসিপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদযাত্রা চলবে ২৯ জুলাই পর্যন্ত। এরপর ৩০ জুলাই ঢাকা ফিরে কেন্দ্রীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে।
পদযাত্রার কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম এবং সদস্যসচিব হিসেবে রয়েছেন যুগ্ম আহ্বায়ক অনিক রায়।
বিভাগভিত্তিক আহ্বায়করা হলেন— রংপুরে ড. আতিকুর রহমান, রাজশাহীতে মনিরা শারমিন, খুলনায় মোল্লা রহমতুল্লাহ, বরিশালে ফয়সাল মাহমুদ শান্ত, চট্টগ্রাম-১ এ জুবাইরুল হাসান আরিফ, চট্টগ্রাম-২ এ নাভিদ নওরোজ শাহ, সিলেটে এহতেশামুল হক, ময়মনসিংহে নিয়াজ মেহরাব তালুকদার, ঢাকা-১ এ আবদুর রহমান এবং ঢাকা-২ এ আজাদ সোবহান আল ভাসানী।
পদযাত্রার অংশ হিসেবে নেতারা বিভিন্ন জেলায় শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তাদের খোঁজখবর নেবেন। এ সময়ে ঢাকায় তেমন কোনো কর্মসূচি থাকবে না।
পদযাত্রার প্রথম দিনের সূচি
সকাল ৯টায় রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন।
বেলা ১১টায় গাইবান্ধার সাদুল্লাপুরে পদযাত্রা ও পরবর্তী পথসভা গাইবান্ধা শহীদ মিনারে।
বিকেল ৩টায় রংপুরে পদযাত্রা ও পথসভা (পথ: পার্কের মোড়-লালবাগ-শাপলা-জাহাজ কোম্পানির মোড়-টাউন হল-ডিসির মোড়-ধাপ-মেডিক্যাল মোড়-চেকপোস্ট)।
সন্ধ্যা ৭টায় পীরগাছায় পথসভা।
এছাড়া, এনসিপি ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৬ জুলাই শহীদ আবু সাঈদের শাহাদাত দিবসকে ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’ হিসেবে পালন করা হবে। এ উপলক্ষে মিলাদ, দোয়া ও স্মরণানুষ্ঠান হবে।
৩ আগস্ট পালিত হবে ‘জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার দিবস’। ওই দিন কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে।
এ ছাড়া ৫ আগস্ট ‘স্বৈরাচারমুক্তি ও ছাত্র-জনতার মুক্তি দিবস’ উদযাপন করবে দলটি। দিবসটিতে সারা দেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে