গোপালগঞ্জে হাসনাতের 'মুজিববাদ মুর্দাবাদ' স্লোগান
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ মঞ্চে দাঁড়িয়ে ‘মুজিববাদ মুর্দাবাদ’ স্লোগান দিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ পৌর পার্ক মাঠে বুধবার আয়োজিত ওই সমাবেশে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে এনসিপি সমর্থকরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে হাসনাত বলেন, যদি শেখ হাসিনা গোপালগঞ্জকে ভালোবাসতেন, তবে তিনি ভারতের বদলে এখানে ফিরে আসতেন। তিনি কেবল নিজের পরিবারের খেয়াল রাখেন, সাধারণ মানুষের দিকে নজর নেই।
তিনি আরও অভিযোগ করেন, সরকার ইচ্ছাকৃতভাবে গোপালগঞ্জকে দেশের মূল প্রবাহ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে, যার ফলে এখানকার ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়ছে।
গোপালগঞ্জবাসীর উদ্দেশে হাসনাত বলেন, গোপালগঞ্জ যেমন বাংলাদেশ, তেমনি ফেনী, বগুড়া—সবারই সমান অধিকার রয়েছে। আমরা ৬৪ জেলার মানুষের জন্য লড়াই করব।
তিনি জনগণকে ‘অবিচার ও দুঃশাসনের’ বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহ্বান জানান এবং এনসিপিকে সমর্থন দিয়ে একটি ন্যায়ভিত্তিক দেশ গঠনের আহ্বান জানান।
সমাবেশের শেষদিকে হাসনাত আবদুল্লাহ উপস্থিত জনতাকে সঙ্গে নিয়ে ‘মুজিববাদ মুর্দাবাদ’ স্লোগান দেন এবং বলেন, ‘গোপালগঞ্জে মুজিববাদের দুর্গ গুঁড়িয়ে দেব।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে