Views Bangladesh Logo

শাপলা ছাড়া নিবন্ধন নেবে না এনসিপি: নাসির উদ্দিন পাটোয়ারী

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, যেখানে আইনি ও রাজনৈতিক প্রতিবন্ধকতা নেই, সেখানে শাপলা প্রতীক কেন দেয়া হচ্ছে না। শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপি–এর প্রতিনিধি দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এনসিপির যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ বলেন, নির্বাচনের দিনও বয়স আঠার হলে তিনি যেন ভোট দিতে পারেন, সেই দাবি জানিয়েছে এনসিপি।

এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত যথাযথ হয়নি। এই দলের বিষয়ে ইসির যেসব কর্মকর্তা ইতিবাচক রিপোর্ট দিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

প্রতীকের বিষয়ে এক প্রশ্নের জাবাবে তিনি বলেন, শাপলা প্রতীক নিয়ে ইসি এখনো সিদ্ধান্ত নেয়নি। নির্বাচন কমিশন এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দ দেবেন বলে আশা করছি। শাপলা প্রতীক না দেয়ার সুযোগ দেখছি না। আইনগতভাবে এটি দিতে বাধা নেই।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ