Views Bangladesh Logo

শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে এনসিপি, বিকেলে বিক্ষোভ মিছিলের ঘোষণা

নকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারীর বিচারের দাবিতে জুমার নামাজের পরে ডাকানো শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার (১৯ ডিসেম্বর) এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া বার্তায় আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ঢাকায় জুমার নামাজের পরে শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে বিকাল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল আয়োজন করা হবে। তিনি সকলকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানান।

নাহিদ ইসলাম আরও বলেন, আজ জুমার নামাজের পর যেকোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। গতকালের মতো ভাঙচুর ও নাশকতা পরিকল্পনা করছে জুলাইবিরোধী কিছু গ্রুপ। আমরা যে কোনো ধরনের সহিংসতা ও নাশকতার বিরোধী। জনগণের ক্ষোভকে কাজে লাগিয়ে কোনো হঠকারী গ্রুপ যাতে ভাঙচুর, অগ্নিসংযোগ বা নাশকাত্মক কার্যক্রম করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

এর আগে, শুক্রবার সকাল ৭টা থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় শাহবাগে ছাত্র-জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন, যা এলাকায় যান চলাচল বন্ধ করে দেয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ