‘শাপলা’ প্রতীক পেতে নির্বাচন কমিশনে এনসিপির আবেদন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনের কাছে নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’ বরাদ্দের জন্য আবেদন করেছে। দলটি নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ সংশোধন করে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলার মধ্যে যে কোনো একটি প্রতীক পেতে কমিশনের কাছে অনুরোধ জানিয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম স্বাক্ষরিত আবেদন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়।
আবেদনে বলা হয়েছে, দলটি ২৮ ফেব্রুয়ারি ২০২৫ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর থেকে কমিশনের সঙ্গে নিয়মিত বৈঠক ও মতবিনিময় করছে। নির্বাচনী প্রক্রিয়া, আইন ও প্রবাসীদের ভোটাধিকারসহ বিভিন্ন বিষয় নিয়ে তারা কমিশনের সঙ্গে নিয়মিত আলোচনা চালাচ্ছে।
দলটি আরও উল্লেখ করেছে, কমিশন ১৫০টি প্রতীক তালিকাভুক্ত করতে একটি কমিটি গঠন করেছে। এনসিপির প্রতিনিধি ৪ জুন বৈঠকে নিশ্চিত হয়েছিলেন যে, তালিকায় ‘শাপলা’ প্রতীক থাকবে। কিন্তু ৯ জুলাই সংবাদে জানা যায়, কমিশন নীতিগতভাবে শাপলা জাতীয় প্রতীক হওয়ায় এটি তফসিলভুক্ত করছে না।
এ বিষয়ে ১৩ জুলাই প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের সঙ্গে বৈঠকও করেছেন এনসিপির প্রতিনিধি দল। তারা কমিশনের ব্যাখ্যা আইনানুগ নয় বলে জানিয়েছে।
আবেদনে দলটি আশা প্রকাশ করেছে, নির্বাচন কমিশন ২০০৮ সালের বিধিমালা সংশোধন করে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা থেকে যে কোনো একটি প্রতীক এনসিপির অনুকূলে বরাদ্দ করবে। এতে ভোটের সময় সব দলের জন্য সমান সুযোগ ও নিরপেক্ষতা নিশ্চিত হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে