‘ব্যালট এবং বুলেট’ উভয় বিপ্লবের জন্যই প্রস্তুত এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী তার দল ‘ব্যালট ও বুলেট' উভয় বিপ্লবের জন্যই প্রস্তুত।
তিনি বলেন, 'যদি বাংলাদেশ গণতান্ত্রিক পথে এগোতে থাকে, এনসিপি ব্যালট বিপ্লবের জন্য প্রস্তুত। কিন্তু যদি রক্তপাত ঘটার মতো পরিস্থিতি হয়, আমরা বুলেট বিপ্লবের জন্যও প্রস্তুত।'
সোমবার (১০ নভেম্বর) বিকালে জাতীয় শ্রমিক শক্তির উদ্যোগে আয়োজিত "জুলাই সনদে শ্রমিক শ্রেণীর রাজনৈতিক অবমূল্যায়ন" শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বামপন্থী সংগঠনগুলোর প্রতি কর্মজীবী শ্রেণীর সাথে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে পাটওয়ারী বলেন, তারা রাজনৈতিক ইমেজ তৈরির জন্য লাল পতাকা ব্যবহার করেছে।
তিনি অভিযোগ করেন, 'বামপন্থী দলগুলো তথাকথিত ঐক্যমত কমিশনে বিএনপির ভোটব্যাংক হিসেবে কাজ করেছে। তারা কিছু আসনের জন্য তাদের আদর্শ বিক্রি করেছে।'
দেশের ৮০ মিলিয়ন শ্রমিকের মধ্যে ৮৫ শতাংশই মৌলিক সুবিধা থেকে বঞ্চিত উল্লেখ করে তিনি বলেন, শ্রম সংস্কার কমিশনের একটিও সুপারিশ বাস্তবায়িত হয়নি, যার ফলে অধিকাংশ শ্রমিক আনুষ্ঠানিক সুরক্ষা থেকে বাইরে রয়েছেন।
বিএনপিকে সতর্ক করে এনসিপি নেতা বলেন, 'বিএনপি যদি সংস্কারের বিরুদ্ধে দাঁড়ায়, তাদের ভাগ্য শেখ হাসিনার থেকে আলাদা হবে না।'
তিনি প্রশ্ন তুলেছেন, 'শেখ হাসিনা অন্তত ভারতের কাছে পালিয়ে গেছেন—তারেক রহমান কোথায় পালাবেন?”
তিনি বলেন, ''১৯৭১-এর পরে যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা ছিলেন, তারা ন্যায়বিচার ও সাম্যের সমাজ চেয়েছিলেন। কিন্তু কিছু মানুষ 'মুজিব ভাই, মুজিব ভাই' বলে মুখে ফেনা তুলে ফ্যাসিবাদের দিকে দেশটিকে নিয়ে গিয়েছিল।''
তিনি আরও বলেন, ''এখন আবার ২৪-এর শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে 'তারেক ভাই, তারেক ভাই' স্লোগান দিয়ে নতুন ফ্যাসিজম আনার আয়োজন চলছে। আমরা তাদের সতর্ক করছি ভুলেও এই পথে যাবেন না। ইতিহাসে যারা এমন পদক্ষেপ নিয়েছিল, তারা এখন কলকাতার গলিতে না খেয়ে ঘুরছে।''
তিনি বলেন, "আওয়ামী লীগ সরকারের সময় ক্রিকেটাররা দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলেন, আর এখন বিএনপি যেন জুলাই শহীদদের পরিবারের দিকে লক্ষ্য রাখছে।"
তিনি আরও বলেন, "জনগণের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া থেকে বোঝা যায় মানুষ প্রকৃতপক্ষে তাদের সম্পর্কে কী মনে করছে।"
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ''আমরা শুরু থেকেই বলেছি, শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের প্রতি আমরা নমনীয়। কিন্তু কেউ যদি ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনায় স্বৈরাচার হতে চায়, কিংবা ২৪-এর শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে নব্য ফ্যাসিস্ট হতে চায় আমরা কখনো আপস করব না।''
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে