Views Bangladesh Logo

এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি: নাহিদ ইসলাম

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, এখন পর্যন্ত তারা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে কোনো পদক্ষেপ রাজনৈতিক ও আদর্শিক মিল মিললে সমঝোতা বা জোটের পথও খোলা রাখবে দলটি। প্রাথমিক প্রার্থী তালিকা চলতি ১৫ তারিখের মধ্যে প্রকাশ করার ঘোষণা দিয়েছেন তিনি।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে শহীদ জুলাই যোদ্ধা গাজী সালাহউদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম এসব জানান। তিনি বলেন, ‘সমঝোতা বা জোট রাজনৈতিক ও আদর্শিক ভিত্তিতে হতে পারে। যেমন—জুলাই সনদে আমাদের সংস্কারের ধারার সঙ্গে কেউ সংহতি প্রকাশ করলে তখন জোটের সিদ্ধান্ত নেয়া হতে পারে। কিন্তু আপাতত আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।’

নাহিদ বলেন, এই মাসের ১৫ তারিখের মধ্যে আমাদের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। আমরা ৩০০ আসনেই নির্বাচন করার লক্ষ্যে কাজ করছি।

তিনি বলেন, যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন—তারা সম্মানের দাবিতে সেসব আসনে এনসিপি নিজে প্রার্থী দেবে না। অন্যদিকে ইতিবাচক ও গ্রহণযোগ্য নেতাদের ক্ষেত্রে ‘শাপলা কলি’ প্রতীকধারী প্রার্থী রাখার ঘোষণা দেন তিনি।

গাজী সালাহউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি দাবী করেন, জুলাই আন্দোলনের আহত যোদ্ধাদের সুচিকিৎসা এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যবস্থা সরকার নিশ্চিত করুক—না হলে অনাকাঙ্ক্ষিত মৃত্যু ও আরোগ্যহীনতা চলতেই থাকবে। তিনি বলেন, যোদ্ধাদের ভোগান্তি যতদিন সমাধান হবে না, আমাদের শহীদের তালিকা বাড়তেই থাকবে। সরকারের পক্ষ থেকে আহত ও পরিবারগুলোকে যথাযথ সহায়তা দেয়া উচিত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ