তিন জেলায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’ স্থগিত
রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার পর জরুরি সেবায় সহায়তায় মেডিকেল টিম গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তিন জেলায় নির্ধারিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ স্থগিতও করেছে দলটি।
সোমবার (২১ জুলাই) বিকেলে এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমান দুর্ঘটনার শোকের অংশ হিসেবে সোমবারের ফেনীতে এবং মঙ্গলবারের (২২ জুলাই) নোয়াখালী ও লক্ষ্মীপুরে নির্ধারিত পদযাত্রা স্থগিত করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে