Views Bangladesh Logo

সংস্কারকৃত ‘বাংলাদেশ সংবিধান, ২০২৬’ চায় এনসিপি

 VB  Desk

ভিবি ডেস্ক

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের রায় অনুসারে আগামী নির্বাচিত সংসদে সংবিধানের সংস্কার চেয়েছে জাতীয় নাগরিক পার্ট (এনসিপি)। দলটি বলছে, সংস্কারকৃত সংবিধানের নাম হবে, ‘বাংলাদেশ সংবিধান, ২০২৬’। সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসাবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জারি করবেন     বলেও দাবি জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর বাংলামোটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে তিনটি দাবি জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্য দাবিটি হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের 'টেক্সট' এবং গণভোটের প্রশ্নটি চূড়ান্ত করে আগেই জনগণের কাছে প্রকাশ করা।

নাহিদ জানান, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় নির্বাচনের আগেই গণভোট চান তারা। এনসিপির দাবি, গণভোটে জনগণ যদি জুলাই সনদে রায় দেয়, তবে 'নোট অব ডিসেন্ট' এর কোনো কার্যকরিতা থাকবে না। গণভোটের রায় অনুসারে আগামী নির্বাচিত সংসদ তাদের ওপর প্রদত্ত সাংবিধানিক ক্ষমতাবলে বলে সংবিধান সংস্কার করবে। সংস্কারকৃত সংবিধানের নাম হবে - বাংলাদেশ সংবিধান, ২০২৬।

'জুলাই সনদসহ' দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ