ঠাকুরগাঁওয়ে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ
ঠাকুরগাঁও সদর উপজেলার বাঁধেরহাটের টাঙন সেতু এলাকায় ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)–এর জুলাই পদযাত্রায় অংশ নেয়া গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
দলীয় সূত্র জানায়, শুক্রবার জেলা শহরের কর্মসূচি শেষ করে মাগরিবের নামাজ আদায়ের পর এনসিপি নেতাকর্মীরা পীরগঞ্জের উদ্দেশে রওনা হন। পথে টাঙন সেতুর কাছে পৌঁছালে আন্তঃজেলার একটি বাস গাড়িবহরের একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়।
এনসিপির অভিযোগ, ধাক্কা লাগার পর এনসিপি কর্মীরা বাস থামিয়ে কারণ জানতে চাইলে পাঁচ-ছয়জন ব্যক্তি হঠাৎ তাদের ওপর হামলা চালায়। এতে দলের এক কর্মী ও মাইক্রোবাসচালক সামান্য আহত হন। হামলাকারীরা ওই মাইক্রোবাসের চাবিও নিয়ে যায়, পরে তা ফেরত দেয়।
এনসিপি নেতাদের দাবি, হামলাটি পরিকল্পিত ছিল। উদ্দেশ্য ছিল দুর্ঘটনা ঘটিয়ে শীর্ষ নেতাদের হত্যা করা। ভুল করে অন্য একটি গাড়ি লক্ষ্য করায় পরে সরাসরি মারধর করা হয় বলে তাদের অভিযোগ।
ঘটনার সঙ্গে এখনো কাউকে আটক করা হয়নি। এনসিপি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে