Views Bangladesh Logo

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি নেতারা

 VB  Desk

ভিবি ডেস্ক

কাঙ্ক্ষিত দলীয় প্রতীক ‘শাপলা’ নিয়ে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২ নভেম্বর) বেলা ৩টার দিকে নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় ‘শাপলা’ অন্তর্ভুক্ত করার দাবিতেই মূলত এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিন ধরেই দলটি তাদের প্রতীক হিসেবে ‘শাপলা’ দাবি করে আসছে।

তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগে জানানো হয়েছিল, ‘শাপলা’ প্রতীকটি নির্বাচন পরিচালনা বিধিতে না থাকায় এটি কোনো দলকে বরাদ্দ দেওয়া সম্ভব নয়। এ কারণে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলকে এই প্রতীক দেওয়া হয়নি।

গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিবন্ধিত রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য নতুন প্রতীকের তালিকা প্রকাশ করা হয়। তালিকায় ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করা হলেও এনসিপির দাবিকৃত ‘শাপলা’ রাখা হয়নি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেসব দুটি দলকে নতুনভাবে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন, তাদের মধ্যে এনসিপিও রয়েছে। বর্তমানে দলটির নিবন্ধন বিষয়ে কোনো আপত্তি আছে কি না— তা জানতে বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া চলছে।

এদিকে, দলীয় প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের অবস্থানে অসন্তোষ প্রকাশ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'নতুন দল হিসেবে সহযোগিতা না করে বরং আমাদের কাজের পথে বাধা তৈরি করছে নির্বাচন কমিশন। শাপলা কলির সিদ্ধান্ত তারা চাইলে এক মাস আগেই দিতে পারত। আমরা ‘শাপলাই’ চাই।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ