গাজীপুরে এনসিপি নেতাকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই
গাজীপুরে এনসিপি নেতাকে লক্ষ্য করে গুলি ছুড়ে মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বাসন থানার যোগীতলা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। ভুক্তভোগী মোহাম্মদ হাবীব চৌধুরী এনসিপির গাজীপুর মহানগর কমিটির সদস্য বলে জানা গেছে।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান বলেন, হাবীব তার মোটরসাইকেল বিক্রির জন্য একটি অনলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেন। সেটি দেখে কয়েকজন ব্যক্তি ক্রেতা সেজে তার সঙ্গে যোগাযোগ কর। পরে তারা হাবীবকে একটি স্থানে নিয়ে জোরপূর্বক মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এসময় হাবীব চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
বাসন থানার ওসি হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে