Views Bangladesh Logo

এনসিপি নেতা সারওয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ

 VB  Desk

ভিবি ডেস্ক

নৈতিক অসদাচরণের অভিযোগে যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাঁচদিনের মধ্যে তুষারের কাছে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা এবং কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চেয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন।

মঙ্গলবার (১৭ জুন) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, রাজনৈতিক পরিষদ এবং তদন্ত কমিটির কাছে তুষারকে অভিযোগের বিষয়ে স্পষ্ট লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তুষারকে দলীয় সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশও দিয়েছেন আহ্বায়ক ও সদস্য সচিব।


সোমবার (১৫ জুন) সারোয়ার তুষারের সঙ্গে এনসিপির একজন কেন্দ্রীয় নেত্রীর কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক বিতর্ক তৈরি হয়। অসংখ্য নেটিজেনের অভিযোগ, তুষার ওই নারীকে হয়রানি করেছেন।

দলটির একাধিক সূত্র জানিয়েছে, ছড়িয়ে পড়া ওই অডিও নিয়ে তীব্র বিতর্কের জেরেই তুষারকে কারণ দর্শাতে বলা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ