Views Bangladesh Logo

বান্দরবানে চেক জালিয়াতির মামলায় এনসিপির জেলা প্রধান সমন্বয়কারীর ৩ মাসের কারাদণ্ড

বান্দরবানে চেক জালিয়াতির মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির প্রধান সমন্বয়কারী মো. শহীদুর রহমান সোহেলকে ৩ মাসের কারাদণ্ড ও সমপরিমাণ অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী অরুণ বিকাশ তলুকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৬ মে বিচারক মো. নূরু মিয়া এ রায় ঘোষণা করেন। রায়ে আসামিকে ৩ মাসের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২ লাখ ১৮ হাজার টাকা ফেরতের নির্দেশ দেয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী সপ্তাহে দণ্ডপ্রাপ্ত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, বান্দরবান পৌরসভার চেয়ারম্যান পাড়া এলাকার বাসিন্দা মো. মোস্তাফিজুর রহমানের পুত্র শহীদুর রহমান সোহেল ব্যবসায়িক লেনদেনের সূত্রে একই এলাকার মো. হারুনুর রশিদের কাছ থেকে ২ লাখ ১৮ হাজার টাকা ধার নেন। নির্ধারিত সময়ের মধ্যে ঋণের টাকা পরিশোধ না করায় ২০২৪ সালের ১০ জানুয়ারি পৌরসভা মার্কেট ভবনে এক সালিশি বৈঠকে শহীদুর রহমান সোহেল অভিযোগকারীকে ইউসিবি ব্যাংকের একটি চেক প্রদান করেন।

পরবর্তীতে বাদী ওই চেকটি তিন দফায় ইসলামী ব্যাংকে জমা দেন। তবে প্রতিবারই ‘অপ্রতুল ব্যালেন্স’-এর কারণে তা প্রত্যাখ্যাত হয়। পরে ২৬ ফেব্রুয়ারি বাদী মো. হারুনুর রশিদ বান্দরবান আদালতে চেক জালিয়াতির মামলা দায়ের করেন।

মামলার বাদী মো. হারুনুর রশিদ বলেন, “সোহেলের সঙ্গে আমার ব্যবসায়িক লেনদেন ছিল। কয়েকবার সময় দিয়েও টাকা ফেরত না দেয়ায় বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হই। আদালতের রায়ে আমি সন্তুষ্ট।

বাদীপক্ষের আইনজীবী মো. খলিলুর রহমান বলেন, “চেক প্রতারণার মামলায় আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। একইসঙ্গে হাজিরা না দেয়ায় আদালত অবমাননার অভিযোগে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।”

বিষয়টি জানতে এনসিপি বান্দরবান জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী মো. শহীদুর রহমান সোহেলের মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

প্রসঙ্গত, গত ১৩ জুন ঘোষিত এনসিপির বান্দরবান জেলা সমন্বয় কমিটির ২৯ সদস্যের তালিকায় মো. শহীদুর রহমান সোহেলকে প্রধান সমন্বয়কারী করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ