অবরোধ তুলে নেয়ার নির্দেশ এনসিপির, শান্তিপূর্ণ পথসভার আহ্বান
‘মার্চ টু গোপালগঞ্জ’ সমাবেশের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে দেশজুড়ে ‘অবরোধ’ কর্মসূচি ঘোষণা করেছিল যুবশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তবে, কেন্দ্রীয় নেতারা সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় গোপালগঞ্জ ত্যাগের পর অবরোধ প্রত্যাহারের নির্দেশ দিয়েছে দলটি।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় এই নির্দেশনা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও প্রধান সমন্বয়কারী নাসিরুদ্দিন পাটোয়ারী।
নাহিদ ইসলামের কথা উল্লেখ করে, এনসিপির উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে লিখেছেন, ‘অবরোধ তুলে নিন। রাস্তার একপাশে অবস্থান নিন। সংগ্রাম অব্যাহত থাকবে’।
নিজের ফেসবুক পোস্টে নাসিরুদ্দিন পাটোয়ারী লিখেছেন, ‘অবরোধ তুলে নিন। রাস্তায় অবস্থান নিন’।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে