Views Bangladesh Logo

একীভূত হচ্ছে এনসিপি ও গণঅধিকার পরিষদ

 VB  Desk

ভিবি ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের আভাস মিলছে। নির্বাচনি মাঠে সুবিধাজনক অবস্থান নিশ্চিত করতে বড় জোটের পাশাপাশি বিকল্প রাজনৈতিক শক্তি গঠনের উদ্যোগও চলছে। এরই অংশ হিসেবে তরুণদের নেতৃত্বাধীন দুই রাজনৈতিক দল—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদ—একীভূত হওয়ার আলোচনায় রয়েছে। দল দুটির শীর্ষ নেতারা বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, একীভূত হলে এই জোট তরুণ ভোটারদের উল্লেখযোগ্যভাবে আকৃষ্ট করতে পারে এবং জাতীয় নির্বাচনে প্রভাব বিস্তার করতে সক্ষম হবে। বিশেষ করে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গড়ে ওঠা সংগঠনের ধারাবাহিকতায় উভয় দলের আদর্শ ও সাংগঠনিক ভিত্তি অনেকটা অভিন্ন।

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, দুই দল যদি একীভূত হয়, তবে কাঠামো কী হবে, কে আহ্বায়ক হবেন, কে সদস্য সচিব হবেন—এসব বিষয়ে আলোচনা চলছে। আমরা বাংলাদেশের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে জনগণের সামনে দাঁড়াতে চাই।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, একীভূত হওয়ার বিষয়ে নেতৃবৃন্দের মধ্যে ইতিমধ্যে আলোচনা হয়েছে। এটি ইতিবাচক পর্যায়ে আছে। আমরা আশাবাদী, তরুণরা একসঙ্গে কাজ করতে পারবো। সেই লক্ষ্যে আলোচনা অব্যাহত থাকবে।

২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব থেকে জন্ম নেয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, যা পরবর্তীতে গণঅধিকার পরিষদে রূপ নেয়। দলটি ২০২৩ সালে নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ করে। অন্যদিকে ২০২৪ সালের কোটা আন্দোলনের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের উদ্যোগে গঠিত হয় এনসিপি। যদিও দলটি এখনো নিবন্ধন পায়নি, তবু রাজনৈতিক অঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, এনসিপির বেশ কিছু নেতা অতীতে নুরুল হক নুরের নেতৃত্বাধীন ছাত্র অধিকার সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। ফলে দুই দলের মধ্যে আদর্শিক ঘনিষ্ঠতা ও নেতৃত্ব পর্যায়ে সম্পর্ক আগে থেকেই বিদ্যমান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ