Views Bangladesh Logo

নাসীরুদ্দীন-জারার নেতৃত্বে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

 VB  Desk

ভিবি ডেস্ক

সন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (৪ নভেম্বর) এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাসীরুদ্দীন পাটওয়ারীকে  চেয়ারম্যান এবং ডা. তাসনিম জারাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন কমিটি এনসিপির নির্বাচনী প্রস্তুতি তদারকি করবে। এর মধ্যে প্রার্থী বাছাই, মাঠ পর্যায়ের সমন্বয়, আইন ও প্রশাসনিক কার্যক্রম, গণমাধ্যম ও প্রচার কৌশল, প্রশিক্ষণ এবং পর্যবেক্ষণ কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে।

এনসিপি জানায়, প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে কমিটি দলটির নির্বাচনী প্রচারণা ও সাংগঠনিক কর্মকৌশল বাস্তবায়নে কাজ করবে।

কমিটির সদস্য হিসেবে আছেন- আরিফুল ইসলাম আদীব, মাহবুব আলম মাহির, খালেদ সাইফুল্লাহ, এহতেশাম হক, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আলাউদ্দীন মোহাম্মদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুন্না, অ্যাডভোকেট হুমায়রা নূর, সাইফুল্লাহ হায়দার ও অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ