Views Bangladesh Logo

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকার বহিষ্কার

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেয়ায় এটিকে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গ হিসেবে চিহ্নিত করে এ ব্যবস্থা নেয় দলটি।

এনসিপির পক্ষ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মাহিন সরকারকে (যুগ্ম সদস্যসচিব, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি) স্ব-পদ ও দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাকে বহিষ্কার করা হলো। এ বহিষ্কার আদেশ সোমবার হতে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বহাল থাকবে।

মাহিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে সামনের সারিতে ছিলেন তিনি। পরে ওই আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতেও পদ পান তিনি। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার শুরু থেকেই বিভিন্ন কার্যক্রমে যুক্ত থাকলেও পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব হিসেবে রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন মাহিন।

তবে ডাকসু নির্বাচনে ফের প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেয়ায় তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনে দলটি এবং শেষ পর্যন্ত বহিষ্কারাদেশ জারি করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ