Views Bangladesh Logo

জাপানে পৌঁছেছে এনসিপির প্রতিনিধি দল

জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। আর এ সফরের উদ্দেশ্য হলো জাপানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে সম্পর্ক জোরদার করা এবং কূটনৈতিক আলোচনায় অংশগ্রহণ।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলমের নেতৃত্বে প্রতিনিধি দলটি স্থানীয় সময় শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টা ৩০ মিনিটে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে যাত্রা করেন তারা। সেখানে পৌঁছানোর পর বাংলাদেশি প্রবাসীরা ফুল দিয়ে তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানান।

সফরকালে টোকিও ও ওসাকায় বাংলাদেশি প্রবাসী এবং এনসিপি সমর্থকদের সঙ্গে একাধিক অনুষ্ঠানে যোগ দেবে প্রতিনিধি দলটি।

এর পাশাপাশি জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করবে সারজিস-পাটওয়ারীরা। বৈঠককালে প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন তারা।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ