Views Bangladesh Logo

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে যোগ দিয়েছেন কেন্দ্রীয় নেতারা

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী 'জুলাই পদযাত্রা' কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে আয়োজিত সমাবেশে যোগ দিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা।

বুধবার দুপুর ২টার দিকে গোপালগঞ্জ পৌর পার্ক এলাকায় আয়োজিত সমাবেশস্থলে পৌঁছান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলীয় সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলীয় সংগঠক সারজিস আলম, ডা. তাসনিম জারা এবং কেন্দ্রীয় কমিটির অন্যান্য শীর্ষ নেতারা।

তাদের আগমনে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। নেতাদের স্বাগত জানিয়ে 'ইনকিলাব জিন্দাবাদ' স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল।

উল্লেখ্য, ১ জুলাই থেকে শুরু হওয়া এনসিপির এই মাসব্যাপী কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন জেলা ঘুরে জনসম্পৃক্ততা ও দলীয় কার্যক্রম জোরদার করছে দলটি। গোপালগঞ্জের সমাবেশ ছিল এ কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ ধাপ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ