শ্বশুরের আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপি প্রার্থী
ত্রয়োদশ জাতীয় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী আহমেদুর রহমান তনু। তিনি দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী।
রবিবার (২৮ ডিসেম্বর) রাতে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি বলেন, 'দলে সবার নিজস্ব মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। আমি নির্বাচন করছি না। এটাই চূড়ান্ত।'
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে আমি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই সিদ্ধান্তের পেছনে দেশের প্রতি দায়বদ্ধতা, গণতন্ত্রের প্রতি বিশ্বাস এবং জনগণের কল্যাণে কাজ করার আন্তরিক ইচ্ছা কাজ করেছিল। তবে বর্তমান পারিপার্শ্বিক রাজনৈতিক বাস্তবতা প্রেক্ষাপট ও ব্যক্তিগত বিবেচনায় আমি এনসিপির হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার ইচ্ছা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছি। এটি সম্পূর্ণরূপে আমার ব্যক্তিগত ও রাজনৈতিক সিদ্ধান্ত। যার পেছনে কোনও ব্যক্তি, গোষ্ঠীর, বা দলের প্রতি বিরূপ মনোভাব নেই।
তবে দলের হয়ে কাজ করবেন জানিয়ে তিনি বলেন, ‘গত দেড় বছর ধরে আপনারা আমাকে যেভাবে পাশে পেয়েছেন ও কাজ করতে দেখেছেন, আগামীতেও আপনাদের এই সন্তানকে এভাবেই আপনাদের পাশে পাবেন। বর্তমান রাজনৈতিক পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় আমি নির্বাচন থেকে সরে যাচ্ছি, কিন্তু বর্তমান দল থেকে নয়। আগামী আমাদের হবে, ইনশাআল্লাহ।
এর আগে গত ১০ ডিসেম্বর এনসিপি দলটির কেন্দ্র থেকে নারায়ণগঞ্জ-৫ আসনে আহমেদুর রহমান তনুকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। পরবর্তীতে একই আসনে বিএনপির প্রার্থী আবুল কালামকে এই আসনে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। তারা দুজন সম্পর্কে শ্বশুর ও জামাতা।
এদিকে গত কয়েকদিন ধরে জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার বিষয়ে কথাবার্তা শুরু হলে এনসিপি নেতাদের মধ্যে নানা ক্ষোভ দেখা দেয়। কয়েকজন পদত্যাগ করেন। সবশেষে রবিবার রাতে নারায়ণগঞ্জ-৫ আসনের এই প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে