Views Bangladesh Logo

প্রতীক পেল এনসিপিসহ তিন দল

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ নতুন নিবন্ধন পাওয়া তিনটি রাজনৈতিক দলকে নির্বাচনী প্রতীক দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বাকি দুটি দল হলো বাংলাদেশ আমজনগণ পার্টি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।

মঙ্গলবার (৪ নভেম্বর) পৃথক বিজ্ঞপ্তি জারি করে এ সিদ্ধান্তের কথা জানায় কমিশন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ‘শাপলা কলি’, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) পেয়েছে ‘কাঁচি’, এবং বাংলাদেশ আমজনগণ পার্টি পেয়েছে ‘হ্যান্ডশেক’ প্রতীক।

ইসি জানায়, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২ (পিও নং ১৫৫)-এর ৬(এ) অনুচ্ছেদের আওতায় রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য দলগুলোর প্রতিনিধিরা আবেদন করেছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দলগুলোর নিবন্ধন বিষয়ে কারও আপত্তি থাকলে প্রয়োজনীয় দলিল ও কারণ উল্লেখ করে আগামী ১২ নভেম্বরের মধ্যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে লিখিতভাবে জানাতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ