Views Bangladesh Logo

মেট্রোরেল সেবায় ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়াল এনবিআর

রিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থার ব্যবহার বাড়াতে মেট্রোরেল সেবায় মূল্য সংযোজন কর (ভ্যাট) অব্যাহতি আরও ছয় মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই ভ্যাট অব্যাহতি কার্যকর থাকবে আগামী ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত।

বুধবার (২৪ ডিসেম্বর) এ সংক্রান্ত একটি গেজেট প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে মেট্রোরেল সেবায় ভ্যাট অব্যাহতির মেয়াদ ছিল ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

সরকারি সূত্র জানায়, বৃহত্তর জনস্বার্থ বিবেচনায় এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রোরেলের যাত্রীদের ভাড়ার চাপ কম রাখা এবং গণপরিবহনে মানুষের আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই ভ্যাট অব্যাহতি বহাল রাখা হয়েছে।

এনবিআর মনে করছে, ভ্যাট ছাড় অব্যাহত থাকলে রাজধানীর বাসিন্দারা মেট্রোরেলে যাতায়াতে আরও উৎসাহিত হবেন। এতে ব্যক্তিগত যানবাহনের ব্যবহার কমে আসবে, কমবে যানজট ও কার্বন নিঃসরণও।

সরকারের এই সিদ্ধান্তকে নগর পরিবহন ব্যবস্থার উন্নয়ন ও পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ