শুল্ক ও ভ্যাট প্রশাসনে এনবিআরের পুনর্গঠন, ১২ নতুন ইউনিট গঠন
কাস্টমস ও মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রশাসনে বড় ধরনের প্রশাসনিক সংস্কার ও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড(এনবিআর)। করজাল সম্প্রসারণ এবং রাজস্ব সংগ্রহের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১২টি নতুন কমিশনারেট, কাস্টমস হাউস এবং বিশেষায়িত ইউনিট চালু করছে সংস্থাটি।
বুধবার (১৫ অক্টোবর) এনবিআর কর্তৃক প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এনবিআরের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার একটি আদেশের মাধ্যমে এই পুনর্গঠনের অনুমোদন দিয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। এনবিআর এই পদক্ষেপকে কাস্টমস ও ভ্যাট প্রশাসনের ‘ব্যাপক সম্প্রসারণ’ হিসেবে অভিহিত করেছে।
এই সংস্কারের আওতায় নতুন কমিশনারেট এবং বিশেষায়িত ইউনিটগুলোতে মোট ৩,৫৯৭টি নতুন পদ সৃষ্টি করা হবে। এর মধ্যে ৩৭৩টি ক্যাডার পদ এবং ৩,২২৪টি নন-ক্যাডার পদ রয়েছে। একই সঙ্গে বিদ্যমান কার্যালয়গুলোতেও জনবল ও কার্যপরিধির সম্প্রসারণ করা হবে।
রাজস্ব বোর্ড জানিয়েছে, পরোক্ষ কর ব্যবস্থাকে শক্তিশালী করা, উন্নত পরিষেবা প্রদানের মাধ্যমে আরও ‘ব্যবসাবান্ধব পরিবেশ’ নিশ্চিত করা এবং জাতীয় অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণতা বাড়ানোই এই সম্প্রসারণের মূল উদ্দেশ্য।
এনবিআরের প্রস্তাবনার পর জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদন নিয়ে এই আদেশ জারি করে আইআরডি।
সংস্কার পরিকল্পনা অনুযায়ী, মোট পাঁচটি নতুন ভ্যাট কমিশনারেট, চারটি নতুন কাস্টমস হাউস এবং তিনটি বিশেষায়িত কার্যালয় তিন ধাপে চালু করা হবে।
এই পরিকল্পনার মধ্যে ঢাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ বিদ্যমান কাস্টমস হাউসগুলোর কার্যক্রম সম্প্রসারণ ও বিকেন্দ্রীকরণ এবং কাস্টমস ও ভ্যাট গোয়েন্দা কার্যক্রমকে আরও জোরদার করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
এনবিআর আশা করছে, এই পুনর্গঠন পরোক্ষ কর প্রশাসনের প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে বাড়িয়ে তুলবে, কর-জিডিপি অনুপাত বাড়াবে, আরও বেশি বিনিয়োগ আকর্ষণ করবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে।
উল্লেখ্য, গত ২৫ মে মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সচিবালয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্তগুলো গৃহীত হয় এবং এর কার্যবিবরণী ৪ জুন জারি করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে